পদ্মা সেতুতে বসল ষষ্ঠ স্প্যান
নিউজ ডেস্ক: শরীয়তপুরের জাজিরা প্রান্তে আজ বুধবার (২৩ জানুয়ারি) সকালে পদ্মা সেতুতে আরও একটি স্প্যান বসানো হয়েছে। সকাল ১০ টার দিকে জাজিরা প্রান্তে সেতুর ৩৬ ও ৩৭ নম্বর পিলারের ওপর ষষ্ঠ স্প্যান বসানো হয়। এ নিয়ে জাজিরা পয়েন্টে এ স্প্যান বসানো হল। এতে করে জাজিরা পয়েন্টে পদ্মা সেতুর ৯০০ মিটার দৃশ্যমান হয়েছে।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের স্প্যান বসানোর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বুধবার সকাল ৮টা থেকে জাজিরা প্রান্তে স্প্যান বসানোর প্রক্রিয়া শুরু হয়। দুই ঘণ্টা চেষ্টার পর সকাল ১০টার দিকে সেতুর ৩৬ ও ৩৭ নম্বর পিলারের ওপর ষষ্ঠ স্প্যানটি বসানো হয়েছে। এ নিয়ে জাজিরা প্র্রান্তে এ স্প্যান বসানোর দিয়ে সেখানে পদ্মা সেতুর ৯০০ মিটার দৃশ্যমান হল।
তিনি আরও জানান, জাজিরা প্রান্তে ষষ্ঠ ও মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে এর আগে কন্সট্রাকশন ইয়ার্ডে জায়গা সংকুলন না হওয়ায় একটি অস্থায়ী ভাবে স্প্যান বসানোর হয়। এরই মধ্য দিয়ে পদ্মা সেতুর উভয় প্রান্ত মিলিয়ে ৯০০ কিলোমিটার দৃশ্যমান হয়েছে বলে জানিয়েছেন পদ্মা সেতু নির্বাহী প্রকৌশলী।
এর আগে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর প্রথম স্প্যান, ২০১৮ সালের ২৮ জানুয়ারি ৩৮ ও ৩৯ নম্বর পিলারের ওপর দ্বিতীয় স্প্যান, ১১ মার্চ ৩৯ ও ৪০ নম্বর পিলারের ওপর তৃতীয় স্প্যান, ১৩ মে ৪০ ও ৪১ নম্বর পিলারের ওপর চতুর্থ স্প্যান এবং সবশেষ গত ২৯ জুন ৪১ ও ৪২ নম্বর পিলারের ওপর পঞ্চম স্প্যান বসানো হয়েছে।