অজি নারী ফুটবলারের ছবিতে অশালীন মন্তব্য! অতঃপর…

11,839

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার কার্লটন ব্লুস এএফএলডব্লিউয়ের হয়ে ফুটবলার তাইলা হ্যারিস। তিনি সম্প্রতি একটি ছবি টুইটারে পোস্ট করেছেন। এরপর থেকে অশালীন মন্তব্যে সয়লাব। এর ফলে ওই ছবি সরিয়ে ফেলা হয়। এমন সিদ্ধান্তে কড়া সমালোচনা করেন তার ভক্তরা ও স্পোর্টস বিষযক তারকারা। এর ফলে আবার ওই ছবিটি পোস্ট করা হয়েছে।

সম্প্রতি একটি ম্যাচে পুরো শরীরের কসরত দিয়ে বলে লাথি মারতে দেখা যায় তাকে। সেই ছবিটি টুইটারে পোস্ট করার পর আপত্তিকর মন্তব্য আসতে থাকে। ওইসব মন্তব্যকে যৌন নির্যাতন হিসেবে আখ্যায়িত করে তাইলা হ্যারিস।

ফলে ব্রডকাস্টার ৭এএফএল ওই ছবিটি প্রত্যাহার করে নেয়। এর স্থানে টুইটার একাউন্ড থেকে ওই ছবি সরিয়ে সেখানে অন্য একটি ছবি পোস্ট করা হয়। ব্যাখ্যা করা হয় কেন আগের ছবিটি প্রত্যাহার করা হয়েছে। ফলে আরো সমালোচনা ওঠে। আবার পোস্ট করা হয় আগের ছবি।

তবে তাইলা হ্যারিস এখনও শঙ্কিত। তিনি বুধবার সকালে একটি রেডিওর অনুষ্ঠানে যোগ দেন। সেখানে ওইসব মন্তব্যকে যৌন নির্যাতনমুলক বলে আখ্যায়িত করেন তিনি। 

Leave A Reply

Your email address will not be published.