ফ্রান্সে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

2,153

অনুপম বড়ুয়া টিপু, ফ্রান্স প্যারিস : আন্তর্জাতিক বিশ্ব আদিবাসী দিবস পালন উপলক্ষে পাবত্য চট্টগ্রামে মানবাধিকার লংঘনের উপর সেমিনার করেছে করেছে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশী আদিবাসীরা।আদিবাসী দিবসকে সামনে রেখে ইউরোপিয়ান জুম্ম ইন্ডিজিনাস কাউন্সিল, ফ্রান্স প্যারিসের অদুরে ড্রান্সির হলরুমে রবিবার (৯ আগষ্ট) বিকেলে এ সেমিনারের আয়োজন করে।

বক্তারা,আদিবাসী অধিকার বিষয়ক জাতিসংঘ ঘোষনা বাস্তবায়ন চাই, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী না আদিবাসী হিসাবে সাংবিধানিক স্বীকৃতি চাই, আমার পরিচয় আত্মসম্মান নিয়ে বেচে থাকতে চাই, আমাকে ভূমি অধিকার দাও সহ বিভিন্ন দাবীদাওয়া পেশ করে।

ইউরোপিয়ান জুম্ম ইনডিজেনাস কাউন্সিলের সভাপতি সুদর্শন চাকমার সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ তরুণ কান্তি চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইউরোপিয়ান জুম্ম ইনডিজেনাস কাউন্সিলের সহ – সাধারণ সম্পাদক তরুন আলো চাকমা, বিশেষ প্রতিবেদন পেশ করেন ইউরোপিয়ান জুম্ম ইনডিজেনাস কাউন্সিলের সাধারণ সম্পাদক শাক্যমিত্র চাকমা।

অন্যান্যদের মধ্যে সিদ্ধার্থ তঞ্চঙ্গা,বিদ্যুৎ চাকমা, আর্য চাকমা, চন্দ্রসাগর চাকমা, হালাগা প্রু মারমা প্রমূখ বক্তৃতা করেন। উদ্ভোধনী সংগীত পরিবেশন করেন উমী খিসা, তনতিনা চাকমা, সুশীলা চাকমা, উমী চাকমা । সেমিনারে বক্তারা সরকারকে পার্বত্য চট্রগ্রাম শান্তি চুক্তির ধারাসমুহ দ্রুত বাস্তবায়নের পাশাপাশি আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদানসহ পার্বত্য জেলায় অবৈধ বসবাসকারীদের উচ্ছেদ করতে সরকারের প্রতি আহবান জানান।

Leave A Reply

Your email address will not be published.