যুক্তরাষ্ট্রে গ্রীন কার্ড ও ভিসা স্থগিত
আন্তর্জাতিক ডেস্ক: ২০২০ সালের শেষ পর্যন্ত বিদেশীদের জন্য গ্রীন কার্ড ও ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।
ডোনাল্ড ট্রাম্প নিজেই এটা নিশ্চিত করেছেন। খবর বিবিসি’র।
হোয়াইট হাউজ থেকে বলা হচ্ছে আমেরিকানদের জন্য এটা বাড়তি একটা চাকরির বাজার উন্মুক্ত করবে।
সমালোচকরা বলছে মহামারিকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র অভিবাসী আইন কঠিন করে তুলছে।
প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষের ভিসা ও গ্রীন কার্ড স্থগিত হয়েছে। ৫ লাখ ২৫ হাজার চাকুরিতে এর প্রভাব থাকবে।