টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজও ইংল্যান্ডের
স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজের পর এবার এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজও জিতে নিল ওয়েন মর্গ্যানের দল। বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডেতে ৮ উইকেটে জয় পেয়েছে ইংল্যান্ড।
লন্ডনের কেনিংটন ওভালে আগে ব্যাট করে ২৪১ রান তোলে লঙ্কানরা। জবাবে ব্যাট করতে নেমে জেসন রয়, জো রুট ও মর্গ্যানের ফিফটিতে ৪২ বল হাতে রেখেই জিতেছে ইংল্যান্ড।
স্যাম কারান ৪৮ রানে নিয়েছেন ৫ উইকেট। বাঁহাতি পেসার উইলি ৬৪ রানে পেয়েছেন ৪ উইকেট।
শ্রীলঙ্কার ধনাঞ্জয়া ডি সিলভা ৯ রানের জন্য সেঞ্চুরি পাননি। দাসুন শানাকা করেছেন ৪৭ রান।
ম্যাচে টসে হেরে শুরু থেকেই ইংলিশ পেসার স্যাম কুরানের তোপের মুখে পড়ে শ্রীলঙ্কা।