ফাহিমকে ফলো করতেন বারাক ওবামাও
আন্তর্জাতিক ডেস্ক : রাইড শেয়ারিং প্লাটফর্ম ‘পাঠাও’ এর অন্যতম প্রতিষ্ঠাতা বাংলাদেশি ফাহিম সালেহ’র বেড়ে উঠা ও পড়াশুনা যুক্তরাষ্ট্রে। তথ্য প্রযুক্তির এই উদ্যোক্তা অল্প বয়সেই হয়ে যান মিলিয়নেয়ার।
টুইটারে তাকে নিয়মিত অনুসরণ করতেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও।
মঙ্গলবার (১৪ জুলাই) স্থানীয় সময় বেলা সাড়ে ৩টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যানহাটনে নিজ অ্যাপার্টমেন্টে ফাহিমের টুকরো টুকরো লাশ উদ্ধার করা হয়। বৈদ্যুতিক করাত দিয়ে ফাহিমের দেহ কয়েক টুকরো করা হয়েছে বলে জানায় নিউইয়র্কের পুলিশ।
শুধু ‘পাঠাও’-নয়,একই ভাবনায় প্রতিষ্ঠিত নাইজেরিয়ায় রাইড শেয়ারিং প্লাটফর্ম ‘গোকাডা’র প্রতিষ্ঠাতা ও সিইও ছিলেন ফাহিম সালেহ।
বাংলাদেশের সন্দ্বীপের হরিশপুরের সন্তান নিউইয়র্ক সিটি-সংলগ্ন পোকিস্পিতে বসবাসরত আইবিএমের সফটওয়্যার ইঞ্জিনিয়ার সালেহ আহমেদের একমাত্র ছেলে ফাহিম সালেহ।