পেরু-প্যারাগুয়ে ম্যাচ দিয়ে শুরু কোপার কোয়ার্টার

802

স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনালে পেরুর সামনে প্যারাগুয়ে। যে দল জিতবে, পেয়ে যাবে সেমিফাইনালের টিকিট। ‘বি’ গ্রুপ থেকে দ্বিতীয় হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পেরু। অপরদিকে ‘এ’ গ্রুপে  তৃতীয় স্থান পেয়েই শেষ আটে জায়গা পেয়েছে প্যারাগুয়ে। বাংলাদেশ সময় শুক্রবার রাত তিনটায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

প্রথম ম্যাচেই স্বাগতিক ব্রাজিলের কাছে ৪-০ গোলে পরাজিত হয়েছিল পেরু। তবে সেখান থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াতে সক্ষম হয় দলটি। গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় কলম্বিয়া ও ভেনেজুয়েলার বিপক্ষে। এরপর ২-০ গোলে পিছিয়ে পড়েও ড্র করেছে ইকুয়েডরের সঙ্গে। 

অন্যদিকে অপরদিকে প্যারাগুয়ের হয়ে কোচ এডুয়ার্ডো বেরিজ্জো বেশ ভাল ভাবেই সামলে নিয়েছেন গ্রুপ পর্ব। শক্তিশালী আর্জেন্টিনা ও উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলে হেরে যাবার পরও বলিভিয়া ও চিলিয়ে হারিয়ে দেয় তারা।

Leave A Reply

Your email address will not be published.