শীর্ষে আর্জেন্টিনা

276

স্পোর্টস ডেস্ক: অবশেষে জয়ের ধারায় ফিরল ১৪ বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শনিবার ভোরে ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে লিওনেল মেসির দল। ম্যাচের একমাত্র গোলটি করেছেন গুইদো রদ্রিগেজ। এই জয়ের ফলে কোপা আমেরিকার ‘এ’ গ্রুপের শীর্ষে উঠে গেছে আর্জেন্টিনা।

ব্রাজিলের গারিঞ্চা স্টেডিয়ামে ম্যাচের ১৩তম মিনিটে বক্সের বাইরে থেকে বল বাড়িয়ে দেন লিওনেল মেসি। সেই বলে হেড করে উরুগুয়ের জালে বল পাঠিয়ে দেন রদ্রিগেজ। লাওতেরো মার্টিনেজের ব্যর্থতায় বেশ কয়েকটি সুযোগ মিস করে আর্জেন্টিনা। তবে লিড নিয়েই বিরতিতে যায় মেসিরা।

দ্বিতীয়ার্ধে লড়াই হয় সমানে সমান। বেশ কয়েকবার জোড়ালো আক্রমণ করেও আর্জেন্টিনার জালে বল পাঠাতে ব্যর্থ হন সুয়ারেস-কাভানিরা। গোলের সুযোগ মিস করেন মেসি-ডি মারিয়ারাও। ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

এই জয়ের ফলে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে আছে আর্জেন্টিনা। চিলির পয়েন্টও সমান ৪। আর এক ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে প্যারাগুয়ে।

Leave A Reply

Your email address will not be published.