অসুস্থ মির শিবলীকে দেখতে গেলেন কনসাল জেনারেল সাদিয়া
নিউ ইয়রকে নিযুক্ত বাংলাদেশের সন্মানিত কনসাল জেনারেল ড: সাদিয়া ফয়জুননেসা মংগলবার বিকেলে বর্তমানে কিডনী সমস্যায় অসুস্থ বাংলা টিভির পরিচালক মির শিবলীকে দেখতে জ্যামাইকায় তাঁর বাসভবনে যান। শিবলীর স্ত্রী ও বিশিস্ট অভিনেত্রী শারমিন রেজা ইভা ও একজন ক্যানসার সারভাইভার। মিস সাদিয়া খুব আন্তরিক ভাবে এই শিল্পী দম্পতির সাথে বেশ কিছুটা সময় কাটান এবং চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেন।
কনসাল জেনারেল ভারতে চিকিত্সা করতে গেলে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আস্বাস দেন। এখানে উল্লেখ করা যেতে পারে মেডিকেল কলেজে পড়ার সাদিয়া ফয়জুননেসা একজন তুখোড় ডিবেটর ছিলেন এবং সাংস্কৃতিক অংগনে ছিলেন অত্যন্ত সক্রিয়। তাঁর এই সফরের সময় কনসুলেটের প্রসাশনিক প্রধান চৌধুরী সুলতানা পারভীন, ভয়েস অব আমেরিকার প্রতিনিধি আকবর হায়দার কিরন, দ্যা অপটিমিসটের মিনহাজ আহমেদ ও সাপ্তাহিক এর নিউ ইয়রক প্রতিনিধি নিহার সিদদিকী ও উপস্থিত ছিলেন। এখানে উল্লেখ করা যেতে পারে বাংলাদেশ কনসুলেট মির শিবলীর চিকিৎসার ব্যাপারে আর্থিক সহযোগিতাও প্রদান করেছে যা কর্মকর্তারা এর আগে গিয়ে হসতান্তর করেন।