সপরিবারে কামরানের বাসায় আরিফ

542

বদর উদ্দিন আহমদ কামরান ও আরিফুল হক চৌধুরী (ডানে)

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোটে পিছিয়ে থাকা আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের বাসায় গিয়ে কুশল বিনিময় করেছেন ভোটে এগিয়ে থাকা বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার বেলা ৪টার দিকে কামরানের ছড়ারপাড়ের বাসায় যান আরিফুল। এসময় আরিফুলের সঙ্গে ছিলেন স্ত্রী শ্যামা হক ও মেয়ে আসফা হক চৌধুরী নাইফা।

কামরানের বাসায় প্রায় আধ ঘণ্টা অবস্থান করেন আরিফুল পরিবার। এ সময় একান্তে কথা বলেন কামরান ও আরিফুল। বের হয়ে যাওয়ার পথে কোলাকুলি করেন দুই প্রতিদ্বন্দ্বী।

সোমবার সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১৩৪ কেন্দ্রের মধ্যে ১৩২টি কেন্দ্রে ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে আরিফুল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯০ হাজার ৪৯৬ ভোট। আর নৌকা প্রতীকে কামরান পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট।

Leave A Reply

Your email address will not be published.