চাঁদপুরে ১৪’শ কেজি বিষাক্ত জেলী যুক্ত চিংড়ি জব্দ

629

ঢাকা: হরিনা ফেরিঘাট সংলগ্ন এলাকায় সোমবার ভোর ৩টায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩৫ মণ বিষাক্ত জেলী যুক্ত চিংড়ি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

আজ সোমবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যানা যায় চাঁদপুরের হরিনা ফেরিঘাট সংলগ্ন এলাকা দিয়ে বিষাক্ত জেলী যুক্ত চিংড়ি বাজারজাত করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার চাঁদপুর লেঃ এম সাদিক হোসেন এর নেতৃত্বে হরিনা ফেরিঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় হরিনা ফেরিঘাট সংলগ্ন এলাকায় মেঘনা নদীর পাড়ে পাচারকারীরা জেলী যুক্ত চিংড়ি পরিবহনের জন্য নিয়ে আসলে কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে উক্ত স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ৬৭ টি ককশিটে থাকা ১৪০০ কেজি (৩৫ মণ) অবৈধ বিষাক্ত জেলী যুক্ত চিংড়ী জব্দ করা হয়। উক্ত অভিযানে মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা চাঁদপুর মো. আশিকুর রহমান উপস্থিত ছিলেন। জব্দকৃত বিষাক্ত জেলী যুক্ত চিংড়ী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা চাঁদপুর সুদীপ ভট্টাচার্য এর উপস্থিতিতে মাটিতে পুতে বিনষ্ট করা হয়।

Leave A Reply

Your email address will not be published.