ভ্যাকসিন নিয়ে বিরাট সুখবর দিল ট্রাম্প!
আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার নিয়ে তাবৎ দুনিয়ায় চলছে বিস্তর জল্পনা-কল্পনা। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে পোস্ট করেছেন, ‘ভ্যাকসিন নিয়ে বিরাট খবর!’।
‘ভ্যাকসিন নিয়ে বিরাট খবর!’ এর থেকে বেশি আর কিছু লেখেননি ট্রাম্প। কোথায় এবং কতদিন ধরে এই ভ্যাকসিন তৈরির কাজ চলছে তাও স্পষ্ট নয়। কিন্তু তার এই পোস্টের পর অনুমান করা হচ্ছে, করোনা ভ্যাকসিন নিয়ে আমেরিকা থেকে শিগগিরই ভালো খবর আসতে পারে।
সিএনএন’র এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, মডার্নার ভ্যাকসিন প্রাথমিক পরীক্ষায় সমস্ত রোগীদের শরীরে সুরক্ষিতভাবে অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম হয়েছে। এই ভ্যাকসিন তৈরির সঙ্গে সংযুক্তরা এ মাসের শুরুতে জানিয়েছিলেন যে, এখন পর্যন্ত ট্রায়ালে ইমিউন রেসপন্সে তারা আনন্দিত। ট্রাম্পের ট্যুইটের পর জল্পনা চলছে, তিনি কি এ ব্যাপারেই কোনো ইঙ্গিত দিলেন?