স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করলেন ইরান ও কাতারের রাষ্ট্রদূত

418

ঢাকা: ঢাকায় কর্মরত ইরান ও কাতারের রাষ্ট্রদূত স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তারা দুই দেশের ইতিহাস, ঐতিহ্য, শিল্প-সংস্কৃতি ও ব্যবসা-বাণিজ্য, নারীর ক্ষমতায়ন ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী আওয়ামী লীগের সরকার গঠন এবং সংসদীয় রীতি-পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

মঙ্গলবার (২২ জানুয়ারি) সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে পৃথক সাক্ষাতে তাদের মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক সব ক্ষেত্রে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলাদেশ ইতোমধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে এবং ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’ সরকার সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ ও তথ্য প্রযুক্তি খাত বিশেষ করে সফটওয়ার উন্নয়নের মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ বলেও স্পিকার উল্লেখ করেন।

এ সময় ইরানের রাষ্ট্রদূত সংসদ নির্বাচনে জনগণের বিপুল সমর্থন নিয়ে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে অভিনন্দন জানান। তিনি বলেন, ‘নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জনই প্রমাণ করে এদেশের জনগণের আস্থা ও বিশ্বাসে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

তিনি বাংলাদেশের অভুতপূর্ব উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন কৌশলের ভূয়সী প্রশংসা করেন।

এদিকে, কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহাম্মদ আল-দিহাইমি সৌজন্য সাক্ষাতে দুই দেশের ব্যবসা-বাণিজ্য, রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সাক্ষাতে স্পিকার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের মুসলিম রাষ্ট্র বিশেষ করে কাতারের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে।’ কাতারের প্রবাসী বাংলাদেশিদের সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ সব ধরনের অধিকার নিশ্চিত করার জন্য তিনি অনুরোধ জানান। এ সময় তিনি রোহিঙ্গা ইস্যুতে কাতারের সহযোগিতার প্রশংসা করেন।

কাতারের রাষ্ট্রদূত বলেন, ‘রোহিঙ্গা ইস্যুসহ যেকোনও ইস্যুতে কাতার বাংলাদেশের পাশে থাকবে। এ সময় তিনি স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কাতারে অনুষ্ঠেয় আইপিইউ সম্মেলনে যোগ দেওয়ার জন্য কাতারের স্পিকারের আমন্ত্রণপত্র তুলে দেন।

Leave A Reply

Your email address will not be published.