যুক্তরাষ্ট্রের সিয়াটলে ক্রেন ভেঙে ৪ জন নিহত
আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের উত্তরপশ্চিমাঞ্চলীয় সিয়াটল নগরীতে একটি ভবনের ছাদ থেকে ক্রেন ভেঙে পড়ে এক নারীসহ নিহত হয়েছেন চারজন। এসময় আহত হয়েছেন আরো চারজন।
শনিবার স্থানীয় সময় দুপুরের দিকে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজন ক্রেনের অপারেটর ও অন্য দুই জন ভিন্ন দুটি গাড়িতে ছিল। সিয়াটল ফায়ার সার্ভিস বিভাগ জানায়, সিয়াটলের দক্ষিণের লেক ইউনিয়নে একটি ভবনের ছাদ থেকে ক্রেনটি পড়ে যায়। পরে এটি নিচে থাকা ছয়টি গাড়িতে আঘাত হানে। ক্রেন ভেঙে নিচে পড়ায় তিনজন পুরুষ ও একজন নারী নিহত হয়।
দুর্ঘটনায় আহত চার জনের মধ্যে তিন জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের একজন ২৭ বছর বয়সী পুরুষ, ২৫ বছর বয়সী এক নারী ও চার মাস বয়সী এক মেয়েশিশু। আহতদের অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানা গেছে।