লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিখোঁজ ১১৫ অভিবাসী

414

আর্ন্তজাতিক ডেস্ক: লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় অন্তত ১১৫ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নৌকাটিতে আড়াই শতাধিক অভিবাসী ছিল। অবৈধ পথে তারা লিবিয়া থেকে ইউরোপ যাচ্ছিলেন। এদের মধ্যে অন্তত ১৩৪ জনকে উদ্ধার করা হয়েছে।

তবে এ ব্যাপারে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা’র (ইউএনএইচসিআর) আফ্রিকা এবং লিবিয়া বিষয়ক মুখপাত্র চার্লি ইয়াক্সলি টুইট বার্তায় জানান, নৌকাডুবির ঘটনায় প্রায় ১৫০ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের লিবিয়ায় নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। তবে সাগরের মধ্যে কমপক্ষে ১৫০ জনের মৃত্যু ঘটেছে বলেও উল্লেখ করেন তিনি। সূত্র: রয়টার্স

Leave A Reply

Your email address will not be published.