করোনায় ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু, মোট ১৯৯

325

ঢাকা: বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের ৬০তম দিনে মারা গেছেন আরও ১৩ জন। এখন পর্যন্ত দেশে এটি করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে দেশে প্রাণঘাতী ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৯৯ জনে।

বৃহস্পতিবার (৭ মে) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সারা দেশে সবশেষ ২৪ ঘণ্টায় কতজনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হলো, কতজন মারা গেলেন, কতগুলো পরীক্ষা করা হলো অথবা কতজন সুস্থ হয়ে উঠলেন – নিয়মিত সংবাদ বুলেটিনে এই ধরণের তথ্য জানানো হতো। কিন্তু বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বুলেটিনে মৃতের সংখ্যা জানানো হয়নি।

প্রায় তিন ঘণ্টা পরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে বাংলাদেশে নুতন করে ১৩ জন মারা গেছে করোনাভাইরাস আক্রান্ত হয়ে।

দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭০৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। ৩৪টি ল্যাবে ৫৮৬৭ টি নমুনা পরীক্ষা করে এই সংখ্যা পাওয়া যায়।  এ নিয়ে দেশে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৪২৫ জনে।

আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩০ জন এবং এ নিয়ে মোট সুস্থ হলেন ১,৯১০ জন।

Leave A Reply

Your email address will not be published.