গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন আক্রান্ত ৭০৬ জন, মোট ১২,৪২৫
ঢাকা: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭০৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড এটি। এ নিয়ে দেশে প্রাণঘাতী ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১২,৪২৫ জনে।
আজ বৃহস্পতিবার (০৭ মে) করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।