এডিএইচডি চিকিৎসায় জাফরান

462

শিশু-কিশোরদের অ্যাটেনশন ডেফিসিট হাইপারঅ্যাকটিভিটি ডিসঅর্ডারসহ (এডিএইচডি) চিকিৎসায় একটি চমৎকার ভেষজ ওষুধ হতে পারে জাফরান। নতুন এক গবেষণায় এ তথ্য জানা গেছে। 

গবেষণার এই ফল ‘জার্নাল অব চাইল্ড অ্যান্ড অ্যাডোলসেন্ট সাইকোফার্মাকোলজি’-তে প্রকাশিত হয়েছে। এডিএইচডি হলো শিশুদের এমন এক নিউরোডেভেলপমেন্ট ডিজিজ যা শৈশব ও বয়ঃসন্ধিকালে ধরা পড়ে। এ রোগ হলে শিশু-কিশোরদের মধ্যে অমনোযোগিতা ও অতিচাঞ্চল্য দেখা দেয়।

এডিএইচডি-তে আক্রান্ত শিশু-কিশোরদের ওপর পরিচালিত গবেষণায় দেখা গেছে, অবসাদ বিরোধী এবং স্মৃতিশক্তি বৃদ্ধির উপাদান থাকায় জাফরান এই রোগের চিকিৎসায় অত্যন্ত কার্যকরী।

প্রচলিত ওষুধ হিসেবে জাফরান হলো একটি পুষ্টি উপাদান যা ৩০ শতাংশ রোগীর পক্ষে বিশেষভাবে কার্যকর হতে পারে যারা মিথাইলফেনিডেটের মতো উদ্দীপক সহ্য করতে পারে না। মিথাইলফেনিডেটের কারণে বমিভাব, পেট ব্যাথা, ক্ষুধা, অনিদ্রা, মাথা ব্যথা ইত্যাদি সমস্যা দেখা দেয়।

গবেষণার জন্য গবেষকরা ছয় থেকে ১৭ বছর বয়সী ৫৪ জন এডিএইচডি রোগীর ওপর পরীক্ষা চালান। 

সূত্র : হিন্দুস্তান টাইমস 

Leave A Reply

Your email address will not be published.