অস্ত্র বাণিজ্য চুক্তিতে থাকছে না যুক্তরাষ্ট্র

396

আর্ন্তজাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্য চুক্তি (এটিটি) থেকে বেরিয়ে যাবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বে কাউকে হস্তক্ষেপ করতে দেয়া হবে না। ইন্ডিয়ানায় ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনে দেয়া বক্তব্যে স্থানীয় সময় শুক্রবার তিনি এ ঘোষণা দেন। 

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এমন বক্তব্যের পরপরই হোয়াইট হাউজ জানিয়েছে, বিশ্বজুড়ে অস্ত্র বাণিজ্য নিয়ন্ত্রণে এ চুক্তি ব্যর্থ হয়েছে। কারণ রাশিয়া-চীনের মতো শীর্ষস্থানীয় অস্ত্র রফতানিকারক দেশই এ চুক্তির আওতায় নেই।২০১৩ সালে জাতিসংঘের উদ্যোগে বিশ্বজুড়ে অস্ত্রের কেনাবেচা নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রসহ ১৩০টি দেশ অস্ত্র বাণিজ্য চুক্তিতে সাক্ষর করে। বর্তমানে যুক্তরাষ্ট্রের নাম অস্ত্র রফতানির তালিকায় বিশ্বে প্রথমে রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.