শ্রীলঙ্কায় হামলায় মূল টার্গেট ছিল খ্রিস্টানরা, দাবি আইএস’র

349

আর্ন্তজাতিক ডেস্ক: আর্ন্তজাতিক ডেস্ক: শ্রীলঙ্কায় বোমা হামলার দায় স্বীকারের পর জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) বিশেষ একটি প্রতিবেদনে দাবি করেছে- শ্রীলঙ্কায় তাদের হামলায় মূল টার্গেট ছিল খ্রিস্টানরা।

উগ্রবাদী এই জঙ্গিগোষ্ঠীর আল-নাবা নামের একটি সাপ্তাহিকে ওই হামলার ব্যাপারে বিশেষ প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।মধ্যপ্রাচ্যভিত্তিক এই জঙ্গিগোষ্ঠী বিশেষ ওই প্রতিবেদনে দাবি করেছে, ‘শ্রীলঙ্কায় হামলায় তাদের মূল টার্গেট ছিল খ্রিস্টানরা। সব সময় ক্রুসেডররা মনে করেন যে, তারা তাদের প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে এবং ইসলামের আবাসভূমি তারা ছিনিয়ে নিয়েছে।’

শ্রীলঙ্কায় হামলার ব্যাপারে আইএসের বিশেষ এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, খিলাফতের সৈনিকদের একটি গ্রুপ যুদ্ধে লিপ্ত খ্রিস্টানদের বেশ কয়েকটি গীর্জা টার্গেট করে চালিয়েছে। শ্রীলঙ্কার বেশ কিছু শহরে ক্রুসেডার রাষ্ট্রের নাগরিকদের কুফরি অনুষ্ঠান উদযাপন টার্গেট করে এই হামলা চালানো হয়েছে।

এই জঙ্গিগোষ্ঠীর দাবি, হামলায় ৩৫০ জন নিহত ও ৬৫০ জন আহত হয়েছে। এদের মধ্যে আমেরিকা, স্পেন, ব্রিটেন, চীন, ফ্রান্স, হল্যান্ড এবং ভারতের ৪৫ জন নাগরিক রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.