ক্যালিফর্নিয়ায় বন্দুকধারীর হামলায় নিহত ১
আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফর্নিয়ায় শনিবার বন্দুকধারীর হামলায় প্রাণ গেল এক জনের। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন।
শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা নাগাদ প্রার্থনা শুরুতে গুলির শব্দে কেঁপে ওঠে ক্যালিফর্নিয়ায় একটি উপাসনাস্থল। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে সবার মধ্যে। জানা গিছে, এই ঘটনায় আহতদের অনেকেই শিশু। এক জনের বয়স ১১ বছর।এ ঘটনায় পুলিশ এক জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। আটক ব্যক্তির পরিচয় জানা যায়নি।