সংবাদমাধ্যমে পুরনো ক্ষোভ দেখালেন ঐশ্বরিয়া!

434

ঐশ্বরিয়া রাই বচ্চনের বর্তমান ব্যস্ততা তার নতুন সিনেমা ‘ফ্যানি খান’ নিয়ে। যেখানে তার সাথে পর্দা ভাগাভাগি করেছেন অনিল কাপুর ও রাজকুমার রাও। এখন সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত তারা। সম্প্রতি সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে উপস্থিত হন ঐশ্বরিয়া। আর সেখানে তিনি মা হওয়ার আগে এবং পরে বেশকিছু মানুষ তাকে যেভাবে ‘ওভারওয়েট’ বলে আক্রমণ করেন সেই বিষয়েই মুখ খোলেন এই বলিউড সুন্দরী।

তিনি বলেন, ‘সরাসরি আপনাকে কেউ ফ্যাট সম্বোধন করবে না। কিন্তু ওভারওয়েট শব্দটি যেন বারবার কানে বাজবে আপনার। মা হওয়ার সময় এমন অনেক কথা শুনতে হয়েছে।’ ওই শব্দগুলোর সঙ্গে সবসময় মনের জোরেই লড়াই চালিয়ে গেছেন বলেও জানান তিনি।

ঐশ্বরিয়া বলেন, ‘মা হওয়ার সময় শুধু নয়, মা হওয়ার পরও বিভিন্নভাবে কথা শুনতে হয়েছে। কিন্তু মন খারাপ করে কখনো কাজকর্ম ছেড়ে চুপ করে বসে থাকিনি। আরাধ্যর জন্মের পর অনেকদিন ধরে তাকে কটাক্ষ শুনতে হয়েছে বলেও জানান।

তবে এখন যখন তার জীবনকে ‘ফেয়ারিটেল’ বলে মন্তব্য করেন তখন শুনতে ভালো লাগে। আর এই ফেয়ারিটেলের মতো জীবনে অনেক মানুষের ভালোবাসা, আশা, ভরসা আর আশীর্বাদ তার সঙ্গে রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.