আসামের নাগরিক তালিকা থেকে বাদ যাবে না কোন ভারতীয়: রাজনাথ সিংহ

401

আসামের নাগরিক তালিকা থেকে কোন ভারতীয়র নাম বাদ যাবে না বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। ভারতজুড়ে আসামের বাসিন্দাদের বৈধতা নির্ধারনী ওই বিতর্কিত তালিকা নিয়ে তুমুল তোলপাড়ের মাঝে এমন মন্তব্য করেছেন তিনি। খবর এনডিটিভি’র।

খবরে বলা হয়, সম্প্রতি প্রকাশিত আসামে ভারতীয় নাগরিকদের তালিকা থেকে বাদ পড়েছে রাজ্যটির ৪০ লাখ বাসিন্দা। এ নিয়ে দেশজুড়ে তুমুল বিতর্ক চলছে। এমতাবস্থায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ওই তালিকা থেকে একজন ভারতীয়ও বাদ পড়বে না।

রাজ্যসভায় দেওয়া এক বক্তব্যে রাজনাথ বলেন, এটা একটা খসড়া তালিকা। এই তালিকা চূড়ান্ত করার সময় কোন ধরণের বৈষম্য বা অপ্রয়োজনীয় হয়রানি করা হবে না।

তিনি বলেন, এই প্রক্রিয়া ন্যায্য ও স্বচ্ছ। আমরা সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশনা মেনে চলার সর্বাত্মক চেষ্টা করছি। সবগুলো পদক্ষেপ মেনে চলা হচ্ছে। আমি সবাইকে নিশ্চিত করতে চাই যে, কোন ভারতীয় ওই তালিকা থেকে বাদ পড়বে না। চিন্তা করার কোন কারণ নেই।

উল্লেখ্য, বাংলাদেশ থেকে যাওয়া কথিত অবৈধ অনুপ্রবেশকারীদের আটকানোর জন্য ১৯৫১ সালের পর প্রথমবার এনআরসির তালিকাটি তৈরি করা হয়।

বিরোধীদের মতে, বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশ রোখার নাম করে আসলে কেন্দ্রের এই বিজেপি সরকার অসম থেকে মুসলমান জনসংখ্যা কমিয়ে ফেলতে চাইছে। সেটাই আসল উদ্দেশ্য তাদের।

আগামী বছরের লোকসভা নির্বাচন ও একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়েই এই কাজ করছে বিজেপি বলে অভিযোগ বিরোধীদের।

রাজনাথ বলেন, আমাদের দেশের ঐতিহ্য হল তার ঐক্য। সেই ঐক্যের সুরটিকেই ধ্বংস করার উদ্যোগ নিয়েছে বিরোধীরা। ভয়ের বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা চলছে প্রবলভাবে। এটা কোনোভাবেই হতে দেওয়া যায় না। আমি প্রত্যেককেই এই ব্যাপারটিতে সহায়তা করার জন্য অনুরোধ করব। সবাই মিলে একসঙ্গে কাজ করে প্রক্রিয়াটিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করাই হোক আমাদের বর্তমান লক্ষ্য।

Leave A Reply

Your email address will not be published.