আর্জেন্টিনার কোচের দায়িত্বে স্কালোনি
দুইবারের সাবেক বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পেয়েছেন লিওনেল স্কালোনি। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন-এএফএর এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
বর্তমানে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্বে রয়েছেন ৪০ বছর বয়সী স্কালোনি। আগামী সেপ্টেম্বরে গুয়াতেমালা ও কলম্বিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের কোচ হিসেবে তার নাম ঘোষণা করল এএফএ। তার সঙ্গে থাকছেন দলের বর্তমান সহকারি কোচ পাবলো আইমার।
এএফএর বিবৃতিতে বলা হয়, ‘লিওনেল স্কালোনি পরবর্তী প্রীতি ম্যাচগুলোতে আর্জেন্টিনা জাতীয় দলকে পরিচালনা করবেন। তার সহকারী থাকবেন পাবলো আইমার ও মার্তিন তোকালি।’
উল্লেখ্য, রাশিয়া বিশ্বকাপে দলের ব্যর্থতার জন্য জর্জ সাম্পাওলিকে কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। এরপরই নতুনভাবে কোচের দায়িত্ব দেয়া হলো স্কালোনিকে।