সুইসদের হারিয়ে ইউরো কাপে প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করল ইতালি

291

স্পোর্টস ডেস্ক: সুইজারল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে ইতালি। ২ ম্যাচ শেষে পূর্ণ ৬ পয়েন্ট তাদের। ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে ওয়েলস। ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সুইজারল্যান্ড।

ইতালির এই জয়ের ম্যাচে জোড়া গোল করেছেন ম্যানুয়েল লোকেতেল্লি এবং অন্য গোলটি এসে সিরো ইমোবিলের পা থেকে। টুর্নামেন্টে এ নিয়ে ২টি করে গোল হলো বেশ কয়েকজনের। এর মধ্যে ইতালিরই দুইজন। ইমোবিলে এবং লোকেতেল্লি। এ তালিকায় রয়েছেন রোনালদো এবং রোমেলু লুকাকুও।

বুধবার (১৬ জুন) রাতে রোমের অলিম্পিক স্টেডিয়ামে সুইসদের মুখোমুখি হয় রবার্তো মানচিনির শিষ্যরা। টানা ৯ ম্যাচ জয়ের রেকর্ড নিয়ে এই ম্যাচ খেলতে নেমে ১০ম জয় তুলে নিলো তারা।

এদিন প্রথম থেকেই অসাধারণ ফুটবল উপহার দিচ্ছিল ইতালি। ২০ মিনিটেই ইতালি এগিয়ে যেতে পারতো। এ সময় গোল করেন জিওর্জিও চিয়েল্লিনি। কিন্তু ভিএআর চেক করে দেখা গেলো বলটি ছিল হ্যান্ডবল।

এরপরেও গোল আদায় করতেও সময় লাগেনি ইতালির। ডোমেনিকো বেরার্দি বাম পাশ থেকে বল পাস দেন লোকেতেল্লিকে। ডি বক্সের মধ্যে খুব কঠিন বাধার সম্মুখিন হন। কিন্তু তাকে থামানো সম্ভব হয়নি। ডান পায়ের জোরালো শটে ভেদ করে সুইসদের জাল।

সুইসদের বেশ সংগ্রামই করতে দেখা গেছে ইতালিয়ান ডিফেন্সের সামনে। সর্বশেষ অনেকগুলো ম্যাচে গোল না খাওয়া ইতালিয়ান ডিফেন্সকে ফাঁকি দেয়া এত সহজ ছিল না তাদের কাছে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও গোল করে বসেন ম্যানুয়েল লোকাতেল্লি। মাঝ মাঠ থেকে ডি বক্সের সামনে একটি পাস রিসিভ করেন তিনি। এরপর বাম পায়ের শটে দ্বিতীয়বার সুইজারল্যান্ডের জালে বল জড়িয়ে দেন তিনি। সে সঙ্গে ম্যাচ থেকে কার্যত বিদায় নেয় সুইসরা।

ম্যাচ শেষ হওয়ার মিনিট খানেক আগে (৮৯ মিনিটে) ম্যাচের শেষ কর্মটি সম্পাদন করেন সিরো ইমোবিলে। রাফায়েল তোলোইয়ের কাছ থেকে বল পেয়ে ডান পায়ের শটে সুইজারল্যান্ডের জালে বল জড়ান ইমোবিলে।

এ নিয়ে টানা ২৯ ম্যাচ অপরাজিত থাকলো ইতালি। এছাড়া রোমের অলিম্পিক স্টেডিয়ামে যে কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে অপরাজিতই থাকলো তারা। আগামী রবিবার (২০ জুন) ওয়েলসের বিপক্ষে খেলতে নামবে ইতালি। একই দিন সুইজারল্যান্ড খেলবে তুরস্কের বিপক্ষে।

Leave A Reply

Your email address will not be published.