সরাসরি এশিয়ান কাপের বাছাইপর্বে খেলবে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: প্রথমিক বাছাইপর্বে ‘ই’ গ্রুপ থেকে মাত্র দুই পয়েন্ট নিয়ে তলানিতে থাকা সত্বেও এশিয়ান কাপ বাছাইপর্বের চুড়ান্ত পর্বে সরাসরি অংশগ্রহণের সুযোগ লাভ করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোয়াালিফাইয়ার্সের জন্য গড়া বাছাইকৃতদের তালিকায় শেষ দল হিসেবে ৩৫তম অবস্থানে রয়েছে লাল সবুজ জার্সির দলটি।
বাছাইপর্বের রাউন্ড-২ এর আট ম্যাচে অংশ নিয়ে দুটিতে ড্র করা বাংলাদেশ তৃতীয় সেরা পঞ্চম দল হিসেবে চুড়ান্ত বাছাইয়ে অংশগ্রহনের যোগ্যতা অর্জন করেছে। প্রথমিক বাছাইপর্ব থেকে পয়েন্টের ভিত্তিতে রাউন্ড-২ এর সেরা ১৩টি দল সরাসরি অংশ নিতে পারবে ২০২৩ এশিয়ান কাপে। আর ১৪ থেকে ৩৫তম স্থানের দলগুলো সরাসরি অংশ নিতে পারবে চুড়ান্ত বাছাইপর্বে। তলানিতে থাকা ৩৬ থেকে ৩৯তম স্থানের দলগুলোর প্লে অফ ম্যাচ খেলতে হবে। সেখান থেকে কেবল দুটি দল খেলতে পারবে চুড়ান্ত বাছাইপর্বে।
সর্বমোট ২৪টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপের এই চূড়ান্ত বাছাইপর্ব। ওই তালিকায় স্থান পাওয়ায় বাংলাদেশ আরো ছয়টি ম্যাচ খেলার সুযোগ লাভ করল। সূত্র: বাসস