ফিলিস্তিনি যুবকের মাথায় গুলি করল ইসরাইলি সেনা
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের পশ্চিমতীরে ফিলিস্তিনি এক যুবকের মাথায় গুলি করেছে ইসরাইলের বর্বর সেনাবাহিনী। বুধবার এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এ তথ্য জানায় তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।
ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, অবৈধ বসতি স্থাপনের প্রতিবাদে নাবলুসের বেইতা গ্রামে বিক্ষোভে অংশ নেন ওই যুবক। সেখানেই তার মাথায় গুলি করে ইসরাইলি সেনারা।
‘গুরুতর আহতাবস্থায়’ ওই যুবককে হাসপাতালে নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক আইন পশ্চিমতীর ও জেরুজালেমকে অধিকৃত অঞ্চল এবং এখানে ইহুদি বসতিগুলোকে অবৈধ হিসেবে দেখে।