সাকিবের আচরণ দুঃখজনক: বিসিবি সভাপতি
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডের অফিসিয়াল ফটো সেশনে অংশ না নিয়ে সোমবার নতুন বিতর্কের জন্ম দিয়েছেন টেস্ট ও টি২০ অধিনায়ক সাকিব আল হাসান। খবর ইউএনবি’র।
সাকিব রবিবার আইপিএল থেকে ফিরে আসেন এবং সোমবার জাতীয় দলের ফটো সেশনের আগ মুহূর্তে সাজ ঘরে ছিলেন, কিন্তু অজানা কারণে ছবি তোলা মিস করেন তিনি।
বিষয়টি দুঃখজনক বলে আখ্যা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান।
তিনি গণমাধ্যমকে বলেন, ‘এটা তার (সাকিব) দুঃখজনক আচরণ। আমি আর কী বলব? এখানে আসার আগেই আমি তার ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম। আমি তাকে ফোনও করেছি। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম সে এখন কোথায়। সে আমাকে উত্তর দিল যে ইতিমধ্যে শের-ই-বাংলা থেকে চলে গেছে।’
‘আমি এমনকি জানতাম না যে সে ভারত থেকে ফিরেছে। আমি আজ পত্রিকা থেকে তা জেনেছি। পরে সে আমাকে ফোন দিয়ে বলল আজ রাতে আমার বাসায় আসবে। তাকে ফটো সেশনে থাকতে বলা হয়েছিল এবং আমরা তা আশাও করেছিলাম। কিন্তু সে ছিল না,’ যোগ করেন নাজমুল হাসান।
আইপিএল খেলায় ব্যস্ত থাকার কারণে সাকিব জাতীয় দলের অনুশীলন ক্যাম্পেও উপস্থিত ছিলেন না।
বাংলাদেশ দল ত্রিদেশীয় সিরিজ খেলতে ১ মে সকাল ১০টায় আয়ারল্যান্ডের উদ্দেশে রওনা করবে। এ সিরিজ শেষে টাইগাররা ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে অংশ নেবে।