ভয়ে এমপি হিসেবে শপথ নিচ্ছেন না ফখরুল!
ঢাকা: দলীয় পদবী হারানোর ভয়ে এমপি হিসেবে শপথ নিচ্ছেন না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের খুলনা বিভাগীয় নেতাদের সঙ্গে এক বর্ধিত সভায় এ মন্তব্য করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
এ সময় গণতন্ত্র ও জনরায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির নির্বাচিত সবাইকে শপথগ্রহণের আহ্বান জানান আওয়ামী লীগের এই নেতা। বিএনপি নিজেদের ভুলে বিলুপ্তির পথে বলেও মন্তব্য করেন তিনি।
হানিফ বলেন, বিএনপি-জামায়াত দেশের জন্য একটি বিষফোঁড়া। এই ফোঁড়া যতদিন থাকবে দেশের বিরুদ্ধে ততদিন ষড়যন্ত্রও থাকবে।