‘সৌম্য, লিটন, সাব্বির কাউকে ভয় পায় না’

262

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শক নিল ম্যাকেঞ্জি মনে করেন, সৌম্য সরকার, লিটন দাস ও সাব্বির রহমানদের মতো ক্রিকেটাররা নিজেদের প্রতি বিশ্বাস রেখে খেলতে পারলে বিশ্বকাপে ভালো কিছু করতে সক্ষম হবেন।

সাবেক এ প্রোটিয়া ব্যাটসম্যানের মতে, সবসময় ভয়ডরহীন ক্রিকেট খেলে এ ত্রয়ী। আক্রমণাত্মক ব্যাটিং করার ব্রত নিয়েই সর্বদা মাঠে নামেন তারা। সেই কারণে এবারের বিশ্বকাপে নিজেদের সহজাত খেলাটি খেলতে পারলে বাংলাদেশের জন্য সাফল্য বয়ে আনতে পারবেন সাব্বির, সৌম্য ও লিটন।

ম্যাকেঞ্জি বলেন, তারা কী করতে পারে এরইমধ্যে আভাস পাওয়া গেছে। তাদের ব্যাটিং করতে দেখা রোমাঞ্চকর। এ তিনজন ব্যাট করার সময় কখনই ভয় পায় না। বিশেষ করে যখন তারা সেরাটা খেলে। আশা করছি, ওরা ওদের স্বভাবজাত খেলাটি খেলবে এবং দেশের পক্ষে এগিয়ে আসবে।

চলতি বছর নিউ জিল্যান্ডের মাটিতে নিজের ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির দেখা পান সাব্বির। ডানেডিনে সিরিজের তৃতীয় ওয়ানডেতে প্রতিকূল স্রোতে ব্যাটিং করে ১০২ রানের হার না মানা ইনিংস খেলেন তিনি। শেষ পর্যন্ত ম্যাচটি ৮৯ রানের বড় ব্যবধানে হেরে গেলেও যথেষ্ট প্রশংসা কুড়ান এ হার্ডহিটার।

ম্যাকেঞ্জির বিশ্বাস, ইনিংসটি সাব্বিরকে সামনে এগিয়ে যেতে ব্যাপকভাবে সাহায্য করছে। বিশেষ করে পরিস্থিতি অনুযায়ী ও পরিকল্পনামাফিক ব্যাটিং করার শিক্ষা পেয়েছে সে।

তিনি বলেন, এ তিনজনের সবারই বেশ কিছু গুরুত্বপূর্ণ সেঞ্চুরি আছে। আমি জানি, কিউই দুর্গে সাব্বির একটি সেঞ্চুরি পেয়েছে। এর আগে শতক পেয়েছে সৌম্য-লিটন। তারা প্রয়োজন অনুসারে আক্রমণাত্মক ও রক্ষণাত্মক খেলতে সক্ষম। যেকোনো পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নিতে পারে। এ অভিজ্ঞতা কাজে লাগানোর ব্যাপার।

Leave A Reply

Your email address will not be published.