উন্মোচন হলো বাংলাদেশের বিশ্বকাপ জার্সি
স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ড বিশ্বকাপ সামনে রেখে আনুষ্ঠানিকভাবে টাইগারদের জার্সি উন্মোচন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার (২৯ এপ্রিল) দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টাইগার কাপ্তানের হাতে জার্সি তুলে দেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
পরে বোর্ড সভাপতি, পরিচালক, খেলোয়াড়, কোচিং স্টাফদের নিয়ে হয় জাতীয় দলের আনুষ্ঠানিক ফটোসেশন।
বিশ্বকাপের স্কোয়াডে থাকা ১৫ জনের মধ্যে উপস্থিত ছিলেন ১৪ জন। বাকি ১ জন হলেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডার ক্রিকেটের ফটোসেশন না করেই মিরপুর থেকে চলে যায়।
মাশরাফিদের বিশ্বকাপ জার্সির রঙ পুরোটাই সবুজ। কলার ও জার্সির নিচের দিকের কিছুটা অংশ গাঢ় সবুজ। ট্রাউজারের রঙ গাঢ় সবুজ।
বাংলাদেশ দলের জার্সি পাওয়া যাবে অঞ্জনস ও জেন্টালপার্কের প্রায় শতাধিক আউটলেটে। ১১৫০ টাকায় মিলবে জাতীয় দলের বিশ্বকাপের রেপ্লিকা জার্সি।
জানা গেছে, ম্যাচ জার্সি পাওয়া যাবে আড়াই হাজার টাকায়। এ ছাড়া জাতীয় দলের অনুশীলন জার্সি, ক্যাপ, ট্রাউজারও পাওয়া যাবে। মূল জার্সির পাশাপাশি অ্যাওয়ে জার্সিও পাওয়া যাবে সব আউটলেটে।