শ্রীলঙ্কা বোমা বিস্ফোরণ : ৭ পাকিস্তানি গ্রেফতার

292

আর্ন্তজাতিক ডেস্ক: শ্রীলঙ্কায় ইস্টার সানডের ধারাবাহিক বিস্ফোরণে জড়িত সন্দেহে ৭ পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতদের সঙ্গে জঙ্গিযোগ সম্পর্ক আছে কিনা তা নিশ্চিত হতে পাকিস্তান সরকারের সাহায্য নেওয়া হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।

সংবাদমাধ্যমকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী জানান, ঘটনার পর থেকে এখন পর্যন্ত ৭৬ জনকে গ্রেফতার হয়েছে। তাদের মধ্যে পাকিস্তানের সাত নাগরিকও রয়েছেন। তার কথায়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে শ্রীলঙ্কার এই লড়াইয়ে পূর্ণ সমর্থন জানিয়েছে ইমরান খানের সরকার। সন্ত্রাসবাদ দমনে প্রয়োজন পড়লে পাকিস্তানেরও সাহায্য নেওয়া হবে। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, যাদের আটক করা হয়েছে, তাদের মধ্যে একজনর সঙ্গে সন্ত্রাসী সংগঠনের সম্পর্ক রয়েছে। আটক পাকিস্তানিদের মধ্যে কয়েকজন ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও তারা শ্রীলংকায় থাকছিলেন।

Leave A Reply

Your email address will not be published.