‘রাকায় মার্কিন জোটের হাতে সহস্রাধিক বেসামরিক ব্যক্তি খুন’

280

আর্ন্তজাতিক ডেস্ক: মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা প্রদেশে বিমান হামলা চালিয়ে ১,৬০০ জনের বেশি বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে। এর আগে কথিত সন্ত্রাসবাদ বিরোধী পশ্চিমা জোট রাকায় বেসামরিক লোকজন হত্যার বিষয়ে যে সংখ্যার কথা স্বীকার করেছিল তার চেয়ে কয়েশ’ বেশি বলে ব্রিটেন ভিত্তিক দু’টি মানবাধিকার সংস্থা জানিয়েছে।

ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারনেশনাল এবং এয়ারওয়ার্স গত বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে বলেছে, সিরিয়ায় বেসামরিক ব্যক্তি নিহতের বিষয়ে ব্যাপক ভিত্তিক তদন্ত চালিয়ে এ নতুন সংখ্যা পাওয়া গেছে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটড প্রেস বা এপি গত শুক্রবার এ খবর দিয়েছে।   এদিকে, মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট গত মাসে স্বীকারুক্তি দিয়েছে যে ইরাক ও সিরিয়ায় তৎপর তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের ওপর বিমান হামলা চালানোর সময় ১,২৫৭ বেসামরিক ব্যক্তি নিহত হয়। মার্কিন সমর্থনপুষ্ট একটি বিদ্রোহী গোষ্ঠী ২০১৭ সালের অক্টোবরে রাকার নিয়ন্ত্রণ নেয়। 

এদিকে, জাতিসংঘ এক জরিপে জানিয়েছে যে মার্কিন জোটের সামরিক অভিযানে দশ হাজারের বেশি ভবন বা শহরটির ৮০ ভাগ ভবন ধ্বংস হয়ে গেছে।

Leave A Reply

Your email address will not be published.