গোল খরা কাটল সালাহর, শীর্ষে লিভারপুল

309

স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও শীর্ষস্থানে উঠেছে লিভারপুল। শুক্রবার রাতে সাউদাম্পটনকে ৩-১ গোলে হারিয়ে সবার ওপরে উঠে গেছে তারা।

অবশ্য ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়েছিল অলরেডরা। শেইন লংয়ের গোলে ১-০ তে লিড পায় সাউদাম্পটন। ৩৬ মিনিটে নাবি কেইতার গোলে সমতায় ফেরে লিভারপুল।পয়েন্ট হারানোর আশঙ্কায় গোল পেলে বারবার আক্রমণ চালাতে থাকে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। ৮০ মিনিটে দারুণ এক গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন মিসরের তারকা সালাহ। এর মধ্য দিয়ে নয় ম্যাচ পর গোল খরা কাটল এই ফরোয়ার্ডের।

ছয় মিনিট পর জর্ডান হেন্ডারসনের আরেক গোলে ব্যবধান ৩-১ হয় লিভারপুলের।

নির্ধারিত সময় শেষে দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে অলরেডরা। ৩৩ ম্যাচে ৮২ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৮০।

Leave A Reply

Your email address will not be published.