আবারও ফিফা ও এএফসির নির্বাহী কমিটির সদস্য হলেন কিরণ

387

স্পোর্টস ডেস্ক: আবারও ফিফা ও এএফসির নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকতা মাহফুজা আক্তার কিরণ।

কিরণ বর্তমানে বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য পদে আছেন। এছাড়া বাফুফের মহিলা উইংয়ের চেয়ারম্যান তিনি।এর আগে ফিফা কাউন্সিলের সদস্য ছিলেন তিনি। এবারও ধরে রেখেছেন ওই পদ।

শনিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এএফসির ২০তম কংগ্রেসে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

কিরণ তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মালদ্বীপের মরিয়ম মোহামেদকে হারিয়েছেন। এই কমিটি ২০২৩ সালের এশিয়ান কাপ কোথায় হবে তার সিদ্ধান্ত নেবে। 

এএফসির সভাপতি পদে আগের মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন শেখ সামলান বিন ইব্রাহিম আল খেলাইফি। এবারও তিনি সভপতির দায়িত্ব বহাল থাকছেন।

Leave A Reply

Your email address will not be published.