নেইমার-এমবাপ্পেকে নিয়ে যা বললেন পেলে
স্পোর্টস ডেস্ক: বর্তমান ফুটবল তারকাদের মধ্যে অন্যতম নেইমার দা সিলভা স্যান্টোস (জুনিয়র)। সম্প্রতি দুর্দান্ত ফর্মে আঝেন এই ব্রাজিল তারকা। গত বছর রাশিয়া বিশ্বকাপের পরে পিএসজির জার্সি গায়ে লিগ ওয়ানের ম্যাচে নেমার ২১ ম্যাচে করেছেন ১৮ গোল।
তারই জের ধরে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে নেইমার সম্পর্কে বলেন, ‘‘একজন বাবা কখনও তাঁর সন্তানের সমালোচনা করেন না। তিনি শিক্ষিত করেন। নেইমার হলো স্যান্টোসের সন্তান। আমি ব্যক্তিগতভাবে নেইমার ও ব্রাজিলের জাতীয় দলের থেকে সেরাটা চাই। নেইমারকে এগিয়ে যাওয়ার জন্য সব রকমের সাহায্য করতে রাজি।’’ প্যারিস সেন্ট জার্মেই নেমারের সতীর্থ কিলিয়ান এমবাপ্পে সম্পর্কে তিনবারের বিশ্বকাপজয়ী পেলে বলেন, ‘‘আমি প্রথম বিশ্বকাপ জিতেছিলাম ১৭ বছর বয়সে। আর এমবাপ্পে বিশ্বকাপ পেয়েছে ১৯ বছর বয়সে। ব্যাপারটা প্রায় সমান। এমবাপ্পেই হলো নতুন পেলে। অনেকে এই কথা শুনে হাসতে পারেন। কিন্তু এটা কোন রসিকতা নয়।’’
এ ছাড়াও পেলে অসুস্থ ম্যারাডোনার দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেন, ‘‘দিয়েগো, দ্রুত সুস্থ হয়ে ওঠো। ১০ নম্বর ক্লাবের সদস্যরা কখনও অসুস্থ হয় না। আশা করছি, তুমি দ্রুত সুস্থ হয়ে উঠবে।’’