জামায়াতের সঙ্গ ছাড়তে চায় না বিএনপি
ঢাকা: গণফোরামের ইচ্ছা অনুযায়ী জামায়াতকে ত্যাগ না করার বিষয়টিতে স্পষ্টভাবে ইঙ্গিত দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সরকারকে পরাজিত করতে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের সঙ্গে ঐক্য জোরদার করা প্রয়োজন। খবর ইউএনবি’র।
তিনি বলেন, ‘আমি পরিষ্কারভাবে বলতে চাই যে ঐক্যের বিকল্প নেই। কে কি চিন্তা করছে সেটা নিয়ে ভাবার দরকার নেই… ঐতিহাসিক প্রয়োজনে বিএনপি জাতীয় ঐক্যফ্রন্ট এবং ২০ দলীয় জোটের সঙ্গে একটি ঐক্য গড়েছে। এটি এখন বজায় রাখা প্রয়োজন। আমরা মনে করি এখন বৃহত্তর ঐক্য অপরিহার্য।’
বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি নেতা আরও বলেন, ‘আমরা ৩০ ডিসেম্বরের নির্বাচন গ্রহণ করিনি। রাজনৈতিক দল হিসেবে এখন জাতীয় ঐক্যকে আরও সুসংগঠিত করা আমাদের দায়িত্ব। কোনোমতে যেন হতাশার জন্ম না হয় তার জন্য সজাগ থাকতে হবে।’
জাতীয় পার্টির (জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী টি আই এম ফজলে রাব্বি চৌধুরীর স্মরণে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
গত ১২ জানুয়ারি গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান ব্যানারে জামায়াতে ইসলামীকে সাথে নিয়ে একাদশ সংসদ নির্বাচনে যাওয়া নিজের দলের জন্য ভুল ছিল।
গণফোরামের আরামবাগ কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ঐক্যফ্রন্টকে অটুট রাখতে এবং আরও শক্তিশালী করতে নিজেদের জোট থেকে জামায়াতকে ত্যাগ করতে বিএনপির ওপর চাপ দেবেন তারা।
কেউ যদি মনে করে এককভাবে সংগ্রাম করে বিজয় লাভ করবেন তাহলে আমি মনে করবো, তিনি সঠিক বিষয়টি উপলদ্ধি করতে পারছেন না। তাদেরকে (ক্ষমতাসীন) পরাজিত করতে হলে জনগণের ঐক্যের কোনো বিকল্প নেই এবং সেই জনগণের ঐক্যের মধ্য দিয়েই আপনাকে বিজয় লাভ করতে হবে। এটাই বাস্তবতা।’
বিএনপি নেতা তরুণ সমাজকে আহ্বান জানিয়ে বলেন, সুসংগঠিত ও একতাবদ্ধ হয়ে হতাশার পরিবর্তে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ‘কিছু হবে না এটা ভাবার দরকার নেই। অবশ্যই কিছু হবে। বাংলাদেশে গণতন্ত্রের সূর্য অবশ্যই উদিত হবে।’
ফখরুল বলেন, দেশের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায় ইতোমধ্যেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাখ্যান করেছে। ‘নির্বাচনের নামে যে নিষ্ঠুর প্রহসন হয়েছে তা দেশের জনগণ দেখেছে। এর মাধ্যমে জনগণের অধিকার ছিনিয়ে নেয়া হয়েছে।’
তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের বড় ক্ষতি হয়েছে। ভোটের অধিকার হরণ করে এখন তারা জনগণের প্রতিপক্ষ হয়ে গেছে। ‘‘আজকে আওয়ামী লীগের লোকেরাই প্রশ্ন তুলেছে, ‘আমার ভোট আমি দিতে পারলাম না কেন’।’’
বিএনপি মহাসচিব বলেন, এটা আওয়ামী লীগের স্বভাবজাত চরিত্র যে তারা সবসময় মনে করে তারা দেশের মালিক এবং জনগণ তাদের প্রজা। ‘যে কারণে জনগণের অধিকারকে তারা কখনই স্বীকৃতি দেয় না।’