ইনজুরিতে কেইন, দেড় মাস মাঠের বাইরে

348

স্পোর্টস ডেস্ক: প্রিমিয়ার লিগে ১৪ গোল করে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকা নিজেকে সবার উপরে পৌঁছিয়েই ছিটকে গেলেন টটেনহ্যামের হ্যারি কেইন। দুর্দান্ত ফর্মে থাকা অবস্থায়ই পড়লেন বড় ধরনের ইনজুরিতে। আর এই ইনজুরি কেইনকে মাঠ থেকে ছিটকে দিলো ৫০ দিনের জন্য।

টটেনহ্যাম কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, ‘তার বাঁ পায়ের আঙুলের লিগামেন্টে চিড় ধরেছে। মেডিকেল স্টাফরা তাকে ভালোভাবে মনিটর করছেন। প্রায় চার সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে।’ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের শেষ দিকে চোটা পান কেইন। 

উল্লেখ্য, সাধারণত এই ধরনের ইনজুরি চার সপ্তাহে পুরোপুরি সেড়ে ওঠে না। পুরো সুস্থ হয়ে মাঠে ফিরতে হিসেবে দেড় মাসের মতো লাগে। 

Leave A Reply

Your email address will not be published.