স্নানের ভিডিও শেয়ার করলেন সানি
সানি লিওন। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।
সানি লিওন। নামটাই ভাইরাল হওয়ার পক্ষে যথেষ্ট। আর তিনি যদি স্নানের ভিডিও শেয়ার করেন, তা হলে?
ঠিক এই ঘটনাই ঘটল সম্প্রতি। সোশ্যাল মিডিয়ায় এ হেন ভিডিও শেয়ার করেছেন সানি। মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।
তবে আসল ঘটনা কিছুটা আলাদা। এ ভিডিও সানির ব্যক্তিগত জীবনের নয়। বরং তাঁর কাজের কিছু মুহূর্ত।
একটি রিয়ালিটি শোয়ের সঙ্গে যুক্ত রয়েছেন সানি। তারই প্রোমো শুটিংয়ের কিছু অংশ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সানি।
সদ্য মুক্তি পেয়েছে সানির বায়োপিক ওয়েব সিরিজ ‘করণজিত্ কউর: দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন’। বলি মহলের প্রায় সকলেই এখন সানিকে একডাকে চেনেন। অভিনয় করছেন। তিন সন্তানের মা হয়েছেন। এক সময় পর্ন তারকার পেশা ছেড়ে বলিউডে নিজের পায়ের তলায় জমি শক্ত করেছেন একটু একটু করে। সানির এই জার্নির গল্পই দেখানো হয়েছে এই ওয়েব সিরিজে।
অভিনয়ের পাশাপাশি সঞ্চালনাও সানির কেরিয়ারের গুরুত্বপূর্ণ অংশ। এই ভিডিও যে শো-এর সেখানে তাঁকে সঞ্চালকের ভূমিকাতেই দেখেন দর্শক।
https://www.instagram.com/sunnyleone/?utm_source=ig_embed&utm_campaign=embed_loading_state_control