বোরকা পরলে মেয়েদের ডাকবাক্সের মতো লাগে: সাবেক ব্রিটিশ মন্ত্রী
সদ্য পদত্যাগী যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেছেন, বোরকা পরা মেয়েরা দেখতে ডাকবাক্স ও ব্যাংক ডাকাতের মতো। দেশটির ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় লেখা এক কলামে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘আমি বোরকার নিষিদ্ধের বিপক্ষে। তবে নিজেকে এমন ডাকবাক্সের মতো করে সাজানো হাস্যকর।’
তার এই কলাম ক্ষুব্ধ করেছে যুক্তরাজ্যের মুসলিমদের। যুক্তরাজ্যের মধ্যপ্রাচ্য বিষয়ক মন্ত্রী আলিস্টার বার্ট এ মন্তব্যের সমালোচনা করেছেন। বরিসকে ক্ষমা চাইতে বলেছে রক্ষণশীল দলও।
গত মাসে ব্রেক্সিট বিতর্কের জেরে মন্ত্রিসভা ত্যাগ করেন বরিস জনসন।