ক্যারিবীয়দের বিপক্ষে বোলারদের দৃঢ়তায় ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

490

স্পোর্টস ডেস্ক: ঢাকা টেস্টে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্বস্তি নিয়ে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। ব্যাটসম্যানদের পর বোলাররাও ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে। দ্বিতীয় ইনিংসের শুরুর দিকে ক্যারিবীয় ৩ ব্যাটসম্যান তুলে নেয় টাইগাররা।

সফরকারীরা প্রথম ইনিংসে করে ৪০৯ রান। বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট হয় ২৯৬ রানে। এদিকে ১১৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ২১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪১ রান করেছে উইন্ডিজ। এতে ক্যারিবিয়ানরা লিড নিয়েছে ১৫৪ রানের। উইন্ডিজ অধিনায়ক-ওপেনার ক্রেইগ ব্রাথওয়েটকে (৬) সাজঘরে ফেরান নাঈম হাসান। এরপর টেস্ট ক্যারিয়ারের শততম উইকেট হিসেবে শেন মোসলেকে (৭) বেছে নেন মেহেদী হাসান মিরাজ।

মোসলের ফেরার পরে দিনের শেষ উইকেট জন ক্যাম্পবেলকে ‘অদ্ভূতভাবে’ বোল্ড করেন তাইজুল ইসলাম। দিনের শেষ ২৬ বলে খেলে আর কোনো উইকেট হারাতে দেননি দুই অপরাজিত ব্যাটসম্যান এনক্রুমাহ বোনার (৮) ও জোমেল ওয়ারিক্যান (২)। 

Leave A Reply

Your email address will not be published.