নারীদের নিয়ে বেফাঁস মন্তব্যের জেরে টোকিও অলিম্পিক প্রধানের পদত্যাগ

292

স্পোর্টস ডেস্ক: নারীদের নিয়ে বেফাঁস মন্তব্যের জেরে শেষপর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হলেন টোকিও অলিম্পিকের আয়োজক কর্তৃপক্ষের প্রেসিডেন্ট যোশিরো মোরি। তিনি বলেন, ‘বিরক্তিকর’ নারীরা নাকি বেশি ‘বকবক’ করেন। তারা ‘কঠোর প্রতিদ্বন্দ্বিতার অনুভূতি দ্বারা চালিত হন। 

এই মন্তব্যের পরই বিতর্ক শুরু হয় যোশিরোকে নিয়ে। এতে চাপে পড়ে তিনি প্রাথমিকভাবে ক্ষমা চাইলেও পদত্যাগ করতে গড়িমসি করছিলেন। তার বিরুদ্ধে অনলাইনে ১.৫ লাখ স্বাক্ষরও জমা পড়েছিল। অবশেষে চাপের মুখে অলিম্পিকের দোরগোড়ায়‌ পদত্যাগ করলেন যোশিরো। এদিকে, তার পদত্যাগে বেশ চাপে পড়ে গেল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন, তা নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে জাপান সরকার। সূত্র : হিন্দুস্তান টাইমস।

Leave A Reply

Your email address will not be published.