সি আর দত্ত বীর উত্তমের মৃত্যুতে স্পিকারের শোক

295

ঢাকা: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মুক্তিযুদ্ধকালীন ৪ নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল (অব.) চিত্তরঞ্জন দত্ত (সিআর দত্ত) বীর উত্তমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

স্পিকার আজ এক শোকবার্তায়, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সি আর দত্তের আত্মার শান্তি কামনা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে মারা যান সিআর দত্ত। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।

এছাড়া, মেজর জেনারেল (অব.) চিত্তরঞ্জন দত্ত (সিআর দত্ত) বীর উত্তমের মৃত্যুতে বাংলাদেশ ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া ও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সূত্র: বাসস

Leave A Reply

Your email address will not be published.