শারীরিক সম্পর্কের চেয়েও যে বিষয়গুলো মেয়েদের বেশি পছন্দ
লাইফস্টাইল ডেস্ক : প্রেম-ভালোবাসার ক্ষেত্রে পুরুষদের কাছে শারীরিক সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিন্তু এমন কিছু বিষয় আছে যা নারীদের কাছে সেই গোপন সুখের চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেবল মিলনে সুখ নয়, নিজেদের একান্ত সম্পর্কে পছন্দের পুরুষের কাছ থেকে এই বিষয়গুলোও আশা করেন নারীরা।
কি করলে আপনার সঙ্গিনী খুশি হবেন, তারই কিছু সহজপাঠ এখানে দেয়া হলো। ব্যক্তি বিশেষে এই চাহিদার রকমফের হলেও দেখা গিয়েছে কমবেশি এই ব্যবহারই কামনা করেন অধিকাংশ নারী।
১. যার মধ্যে প্রথমেই রয়েছে আলতো চুম্বন। জোর করে নয়, দু’পক্ষের সম্মতিতেই এই চুম্বন হওয়া বাঞ্ছনীয়।
২. স্পর্শ। পোশাকি ভাষায় যাকে বলে গুড টাচ।
৩. গভীর আলিঙ্গন। যাতে থাকবে সারাজীবন পাশে থাকার ইঙ্গিত। এই বিষয়গুলি নারীদের কাছে শারীরিক সম্পর্কের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ।
৪. গোপন মিলনের পর গভীর আলিঙ্গনে পরস্পরকে জড়িয়ে ঘুমানোটাও অধিকাংশ নারীই পছন্দ করেন।
৫. একান্ত মুহূর্তে আবেগঘন প্রশংসা নারীদের খুবই প্রিয়।
৬. পাশাপাশি হাত ধরে হাঁটা, উপহার, বিশেষ মুহূর্তে ‘ভালোবাসি’ বলা, মজার খুনসুটি, মজার কোন ইঙ্গিত ইত্যাদি ব্যাপারগুলো নারীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।