নিউইয়র্কে এরশাদের মৃত্যুবার্ষিকী পালিত

344

যুক্তরাষ্ট্র প্রতিনিধি: বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৪ জুলাই নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটে দোয়া-মাহফিল ও স্মরণ-সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় পার্টির যুক্তরাষ্ট্র শাখার এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাজী আবদুর রহমান।  করোনাকালীন সামাজিক দূরত্ব বজায় রেখে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মুফতী মুহাম্মদ ইসমাঈল।

এ সময় এরশাদের গ্রামোন্নয়ন কর্মসূচির প্রশংসার মধ্য দিয়ে তার প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত সুধীজনের মধ্যে তবারক বিতরণের প্রাক্কালে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু, সাবেক সংসদ সদস্য লিয়াকত আলী, জাপার সিনিয়র উপদেষ্টা সৈয়দ শওকত আলী, উপদেষ্টা গিয়াস মজুমদার, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি ও কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব এডভোকেট হারিস আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ বারী টুটুল, মো. লুৎফুর রহমান এবং মো. আবদুল করিম, নিউইয়র্ক সিটি জাপার সভাপতি শুভংকর গাঙ্গুলী, জাপার যুব বিষয়ক সম্পাদক আব্দুল মোতালেব, ধর্ম বিষয়ক সম্পাদক মো. মুসলিম প্রমুখ।

বিশেষ মোনাজাতে অতিথির মধ্যে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশনের কর্মকর্তা হারুন ভূইয়া এবং কামরুজ্জামান কামরুও ছিলেন। 

Leave A Reply

Your email address will not be published.