২০২০ সালে আর কোর্টে ফিরছেন না ফেদেরার
স্পোর্টস ডেস্ক: ডান পায়ের হাঁটুতে অস্ত্রোপচার হওয়ায় এ বছরের বাকি টুর্নামেন্ট গুলোতে আর টেনিস কোর্টে ফিরছেন না রজার ফেদেরার।
এমনিতেই করোনাভাইরাসের জন্য সব ধরনের টেনিস স্থগিত। উইম্বলডন স্থগিত হয়েছে। আগস্টে ইউএস ওপেনের আয়োজনও হবে কিনা সন্দেহ। তাই চলতি বছরের বাকি সময়টা টিভি পর্দায় টেনিস দেখেই পার করতে হবে ফেদেরারকে।
গেল ফেব্রুয়ারিতে হাঁটুতে অস্ত্রোপচার করতে হয়েছিল ফেদেরারকে। সেই চোটেই এখন দ্বিতীয় দফা অস্ত্রোপচার করতে হয়েছে সুইজারল্যান্ডের এই টেনিস গ্রেটকে।
নিজ সমর্থকদের উদ্দেশে এক বিবৃতিতে ফেদেরার জানান, ফিরে আসার জন্য শতভাগ ফিট হয়ে উঠতে চাই আমি। আমি আমার ভক্ত-সমর্থকদের মিস করব। তবে প্রতিশ্রুতি দিচ্ছি ২০২১ সালের শুরু থেকেই টেনিস কোর্টে ফিরে আসব।
প্রসঙ্গত, ক্যারিয়ারে ১০৩টি সিঙ্গেলস ট্রফি জয়ী বিশ্বসেরা এই টেনিস তারকা রেকর্ড ২০টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন।