বদলে গেল ক্রিকেটের ৫ নিয়ম

257

স্পোর্টস ডেস্ক : করোনা ঝুঁকিতে ক্রিকেটের নিয়ম বদলে বেশকিছু প্রস্তাব দিয়েছিল কুম্বলের নেতৃত্বে আইসিসির ক্রিকেট কমিটি। আপদকালীন সেসব প্রস্তাবনাসহ মোট পাঁচটি নিয়মে বদল আনা হয়েছে। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুমোদনের এ তথ্য জানিয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বল শাইনিংয়ে থুতুর ব্যবহারে নিষেধাজ্ঞা থাকবে। অভ্যাসবশত কেউ থুতু ব্যবহার করলে দুবার সতর্ক করবেন আম্পায়াররা। পরবর্তীতে ব্যাটিং দলকে দেয়া হবে ৫ পেনাল্টি রান।

প্রস্তাবিত কোভিড-১৯ সাবস্টিটিউটের বিষয়েও সম্মতি দিয়েছে আইসিসি। এই নিয়মে টেস্ট চলাকালীন কোন ক্রিকেটারের মধ্যে করোনা উপসর্গ দেখা দিলে ম্যাচ রেফারির অনুমতি সাপেক্ষে মাঠে নামতে পারবেন অন্য একজন।

স্থানীয় আম্পায়ারদের দিয়ে খেলা পরিচলনার পাশাপাশি অতিরিক্ত রিভিউ নিতে পারবে সব দল। এছাড়া আগামী ১২ মাসের জন্য জার্সিতে বাড়তি লোগো ব্যবহারের অনুমতি দিয়েছে আইসিসি।

Leave A Reply

Your email address will not be published.