বায়ার্নের সহকারী কোচের দায়িত্ব পেলেন ক্লোসা

309

স্পোর্টস ডেস্ক: সামনের মৌসুমে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের সিনিয়র দলের দায়িত্ব নিতে যাচ্ছেন ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসা। তবে দায়িত্বটি দলের প্রধান কোচ হিসেবে নয়, সহকারী কোচ হিসেবে পালন করবেন তিনি।

আগামী মৌসুমে বায়ার্ন মিউনিখের সহকারী কোচ হিসেবে কাজ করবেন ক্লোসা। ২০২১ সালের জুন পর্যন্ত মূল দলের ফুটবলারদের নিয়ে কাজ করবেন তিনি।

এক মৌসুমের জন্য প্রধান কোচ হান্স-ডিয়েটার ফ্লিকের সহকারী হিসেবে থাকবেন ক্লোসা। এক বিবৃতিতে এ খবরটি নিশ্চিত করেছে জার্মান জায়ান্ট ক্লাবটির কর্তৃপক্ষ।

২০১৪ সালে ফ্লিক জার্মানির সহকারী কোচ ছিলেন। সেসময় দেশের হয়ে ব্রাজিল বিশ্বকাপ জেতেন ক্লোসা। তখনই দুজনের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠায় জাতীয় দলের গুরু-শিষ্যের পুরনো সেই রসায়নটা এবার কাজে লাগাতে চায় ক্লাব ফুটবলে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ১১ মে বায়ার্ন মিউনিখের যুব দলের কোচ হন মিরোস্লাভ ক্লোসা। দুই বছরের জন্য কাঁধে তুলে নিয়েছিলেন জার্মান চ্যাম্পিয়নদের অনূর্ধ্ব-১৭ দলের দায়িত্ব।

অন্যদিকে খেলোয়াড়ি জীবনে বায়ার্ন মিউনিখের হয়ে দুটি করে বুন্দেসলিগা ও জার্মান কাপ জেতেন ক্লোসা। দেশের হয়ে ১৩৭ ম্যাচে ৭১ গোলের দেখা পান। যার মধ্যে রেকর্ড ১৬টি গোল বিশ্বকাপে করেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.