যখন থেকে শুরু হয় তামিমের জীবনের ‘টার্নিং পয়েন্ট’

251

স্পোর্টস ডেস্ক : সতীর্থদের সাথে ফেসবুক লাইভ দারুণ সাড়া জাগিয়েছেন তামিম ইকবাল। করোনা পরিস্থিতিতে ক্রিকেট ভক্তদের আনন্দ দিতে ক্রিকেটারদের সাথে ধারাবাহিক আড্ডায় মুশফিক, রিয়াদ, মাশরাফীর পর চতুর্থ পর্বে রুবেল হোসেন ও তাসকিন আহমেদকে নিয়ে আড্ডায় মেতেছিলেন তামিম ইকবাল।

শুক্রবার রাত সাড়ে ১০টায় দেশের দুই দ্রুত গতির বোলার রুবেল হোসেন এবং তাসকিন আহমেদকে নিয়ে লাইভে আসেন তামিম ইকবাল। সেখানে রুবেল ও তাসকিনের খেলোয়াড়ি জীবন আর মাঠের বাইরের নানা গল্প কাহিনী উঠে আসে। লাইভের ৫১ মিনিটে হঠাৎ তামিমের ক্যারিয়ারে ‘টার্নিং পয়েন্ট’ জানতে চান রুবেল হোসেন।

এসময় তামিম বলেন, ‘আমার জীবনের যা হওয়ার সেটা প্রথম ম্যাচের দিকেই হয়েছিলো। সেটা ছিলো ভারতের সাথে ২০০৭ সালের বিশ্বকাপটা। তারপর থেকে আমি নামে মাত্র দলে ছিলাম। একটু গ্যাপ ছিলো। খুব একটা ভালো খেলিনি। কিন্তু আমার জীবনের টার্নিং পয়েন্ট শুরু হয় চোক জেমি সিডন্সের সময়ে। যখন আমি ওনার সাথে কাজ করা শুরু করলাম তখন আমি আমার ব্যাটিংয়ে লিমিটেশন বাড়াতে পারলাম। আমি আমার দুর্বল জায়গাগুলোতে কাজ করলাম। সেটাই ছিলো মূলত আমার টার্নিং পয়েন্ট শুরু।’

Leave A Reply

Your email address will not be published.