ম্যারাডোনার জার্সির দাম ৫০ লাখ টাকা

260

স্পোর্টস ডেস্ক : দিন যত গড়াচ্ছে, তত সর্বগ্রাসী হয়ে উঠছে করোনা। প্রাণঘাতী ভাইরাস উদ্বেগে কঠিন সময় পার করছে বিশ্ববাসী। এমতাবস্থায় মারণ রোগ মোকাবেলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ফুটবল দুনিয়ার তারকারা।

এবার পরোক্ষভাবে অবদান রাখলেন ডিয়েগো ম্যারাডোনা। তার জার্সি নিলাম করা হয়েছে। আর্জেন্টাইন কিংবদন্তির জার্সিটি ৫৫ হাজার ইউরোয় বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা।

ম্যারাডোনার জার্সি বিক্রি থেকে প্রাপ্ত অর্থ ইতালির নাপোলিতে করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় হবে। দেশটির সাবেক ফুটবলার সিরো ফেরেরা এটি নিলাম করেন। ৩৩ বছর ধরে জার্সিটি সযত্নে আগলে রেখেছিলেন তিনি।

আর্জেন্টিনার বিপক্ষে ইতালির হয়ে অভিষেক হয় সিরোর। ১৯৮৭ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয় দুই ফুটবল পরাশক্তি।

কিংবদন্তি ইতালীয় ডিফেন্ডার সিরো জানিয়েছেন, তখন থেকে ম্যারাডোনার সঙ্গে তার গভীর বন্ধুত্ব। ওই ম্যাচেই তাকে দেশের জার্সি খুলে উপহার দেন আলবিসেলেস্তে লিজেন্ড।

পরে ডিয়েগো নাপোলিতে খেলতে এলে দুজনের বন্ধুত্ব আরও দৃঢ় হয়। সেটি ছিল ইতালিয়ান ক্লাবটির সোনালি সময়। ১৯৮৭ ও ’৯০, এ দুই ‌বছর সিরি এ শিরোপা জেতেন নাপোলি। যে সাফল্যের নেপথ্যে বড় অবদান ছিল দুই মহাতারকার।

প্রসঙ্গত, বিশ্বে করোনা সংক্রমণে তৃতীয় স্থানে রয়েছে ইতালি। অর্থনৈতিকভাবে স্বচ্ছ্বল ইউরোপিয়ান দেশটিতে প্রায় ২ লাখ মানুষ মারণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন প্রায় ২৬ হাজারের বেশি নাগরিক।

তথ্যসূত্র : ফুটবল ইতালিয়া

Leave A Reply

Your email address will not be published.